Sunday, November 13, 2022

৯২'র প্রতিশোধ নিয়ে টি-টোয়েন্টির দ্বিতীয় শিরোপা ইংল্যান্ডের

     ৯২'র প্রতিশোধ নিয়ে টি-টোয়েন্টির দ্বিতীয় শিরোপা ইংল্যান্ডের/ jahidul islam chtpur 

https://www.ittefaq.com.bd/620313/%E0%A7%AF%E0%A7%A8-%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%8B%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE

https://www.espncricinfo.com/series/icc-men-s-t20-world-cup-2022-23-1298134/england-vs-pakistan-final-1298179/live-cricket-score


ফাইনালে যখন ইংল্যান্ড-পাকিস্তান, তখন বারবারই ঘুরেফিরে আসছিলো ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি। সেবার ওয়ানডে বিশ্বকাপের স্বপ্নভঙ্গের প্রতিশোধ নিয়েই যেন এবার টি-টোয়ন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিলো ইংল্যান্ড। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতে নিলো ইংল্যান্ড। 

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো ইংলিশ অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডের বোলিং আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৭ রান তুলতে পারে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতে বিশ্বসেরার মুকুট মাথায় তোলে জস বাটলারের দল।

১৩৮ রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ইংলিশ ব্যাটিং লাইনআপও ধাক্কা খেয়েছিলো পাকিস্তানি পেসারদের সামনে। তবে পাকিস্তানি বোলারদের তোপ সামলে বেন স্টোকসের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটের জয় দিয়েই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ইংল্যান্ড।  

স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারটি দেখেশুনেই কাঁটিয়ে দিতে চেয়েছিলো দুই ইংলিশ ওপেনার জস বাটলার আর অ্যালেক্স হেলস। প্রথম ৫ বল পার করলেও ওভারের শেষ বলেই হেলসকে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে।

ইনিংসের প্রথম ৫ বল থেকে ৭ রান তোলে ইংল্যান্ড। তবে শাহিন শাহ আফ্রিদির ওভারের শেষ বলে গতির কাছে পরাস্ত হন হেলস। বলের লাইন মিস করলে সেটি আঘাত হানে হেলসের মিডল স্ট্যাম্পে।

অল্প রানের পুঁজি নিয়েও প্রথম ওভারে ইংলিশ শিবিরে আঘাত হেনে অনেকটা পুনরীজ্জীবিত পাকিস্তান। হেলসের বিদায়ের পর ক্রিজে এসে বাটলারের সঙ্গী হন টুর্নামেন্টে প্রথম ব্যাট করতে নামা ফিল সল্ট। 

 

প্রথম ওভারে উইকেট হারালেও নাসিম শাহের করা দ্বিতীয় ওভারেই পাল্টা আক্রমণ করেন ইংলিশ অধিনায়ক বাটলার আর সল্ট। দুই ব্যাটার মিলে তিন বাউন্ডারিতে এই ওভার থেকে নেন ১৪ রান।

শাহিন শাহ আফ্রিদির করা তৃতীয় ওভার থেকেও বাটলারের এক বাউন্ডারিতে ৭ রান তোলে ইংল্যান্ড। তিন ওভার শেষে ১ উইকেট হারিয়ে ইংলিশদের রান দাঁড়ায় ২৮।

    বিস্তারিত এখানে

Thanks

Jahidul islam chtpur



No comments:

Post a Comment

ইফতারের দোয়া

  ইফতারের দোয়া ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে  يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ উচ্চারণ: ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি,...