Sunday, August 7, 2022

বেড়ে যাচ্ছে খরচ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা / jahidul islam chtpur/ Bdnews

 

                                                বেড়ে যাচ্ছে খরচ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা 

বেড়ে যাচ্ছে খরচ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা /jahidul islam chtpur

তিন মাসের ব্যবধানে চার ধরনের সংকটে পড়ে ভুগছে শিল্প খাত। এ চার সংকট হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ–সংকট, ডলার–সংকট, আমদানির ঋণপত্র খুলতে বিলম্ব ও আমদানি দায় পরিশোধে বাড়তি খরচ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় এ তালিকায় নতুন করে যুক্ত হলো বাড়তি পরিবহন খরচ ও উৎপাদন ব্যয়।

ডিজেলের দাম বাড়ায় শিল্প খাতে কাঁচামাল আমদানিতে একবার এবং রপ্তানি পণ্য বন্দরে পৌঁছানো বা দেশে বাজারজাতের সময় আরেকবার বাড়তি খরচ গুনতে হবে। আবার লোডশেডিংয়ের সময় ডিজেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে পণ্য উৎপাদন খরচেও কিছুটা প্রভাব পড়বে। উৎপাদনমুখী খাতের উদ্যোক্তারা শুরুতে খরচ গুনলেও দিন শেষে এ বাড়তি খরচের চাপ পড়বে ক্রেতার ওপর।

বিস্তারিত এখানে

Thanks

Jahidul Islam chtpur


No comments:

Post a Comment

ইফতারের দোয়া

  ইফতারের দোয়া ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে  يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ উচ্চারণ: ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি,...