Sunday, August 28, 2022

চা শ্রমিক আন্দোলন: দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ / jahidul islam chtpur

 চা শ্রমিক আন্দোলন: দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা / chtpur

Tea garden wages-2022, tea Garden Wages news, PM

বাংলাদেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস।

এর আগে শ্রমিকরা ১২০ টাকা দৈনিক মজুরি পেতেন। ফলে তাদের দৈনিক মজুরি বাড়ল ৫০ টাকা।

তিনি বলেন, শ্রমিকদের আবাসন, রেশনসহ অন্যান্য যেসব সুযোগসুবিধা দেয়া হয়, তার সঙ্গে এই দৈনিক মজুরি মিলিয়ে তাদের প্রতিদিনের আয় ৪৫০ থেকে ৫০০ টাকা হবে।

বিস্তারিত এখানে



News: BBC News Bangla 

Thanks 
Jahidul islam chtpur, 


No comments:

Post a Comment

ইফতারের দোয়া

  ইফতারের দোয়া ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে  يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ উচ্চারণ: ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি,...