Monday, October 24, 2022

নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের ‘প্রথম’ / Jahidul Islam chtpur

 

নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের ‘প্রথম’ / Jahidul islam chtpur

 

https://www.prothomalo.com/sports/cricket/bb5p6it24r


সরাসরি

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের ‘প্রথম’

১৩: ৫৩, অক্টোবর ২৪

বলছেন সাকিব

২০০৭ সাল থেকে সবগুলো বিশ্বকাপে খেলেছি, তবে আমরা জিতিনি (দ্বিতীয় পর্বে)। এটা গুরুত্বপূর্ণ ছিল।
সাকিব আল হাসান, বাংলাদেশ অধিনায়ক
১৩: ৪৮, অক্টোবর ২৪

ম্যাচসেরা তাসকিন

জয়টা দরকার ছিল আমাদের। শুরুতে মুভমেন্ট দেখেছিলাম, প্রথম ইনিংসে। এরপর টেস্ট ম্যাচ লেংথে বল করেছি।
তাসকিন আহমেদ, বাংলাদেশ পেসার
১৩: ৪০, অক্টোবর ২৪

৯ রানে জিতল বাংলাদেশ

সৌম্যর করা শেষ ওভারের প্রথম ৩ বলে ওয়াইডসহ ৪ রান। চতুর্থ বলে ফুলটস পেয়ে ছক্কা মেরেছিলেন ফন মিকেরেন। পঞ্চম বলে আবার তুলে মেরেছিলেন, তবে বাউন্ডারির বেশ ভেতরেই পড়েছে সেটি। শেষ বলে গিয়ে ক্যাচ দিয়েছেন মিকেরেন। ৯ রানে জিতে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশের এটি প্রথম জয়।

১৪৪ রানের সংগ্রহ লড়াই করার মতোই ছিল। তবে তাসকিন আহমেদ প্রথম ২ বলেই ২ উইকেট নিয়ে চাপে ফেলে দেন নেদারল্যান্ডসকে। এরপর সাকিবের ওভারে ২ রানআউটে চাপ আরও বাড়ে ডাচদের। সেটি থেকে আর বের হতে পারেনি তারা।



বিস্তারিত এখানে

jahidul Islam chtpur


Thursday, September 22, 2022

কাঠমান্ডু থেকে বাফুফে ভবন—ছবিতে চ্যাম্পিয়নদের ঐতিহাসিক যাত্রা / Jahidul islam chtpur.

 

     কাঠমান্ডু থেকে বাফুফে ভবন—ছবিতে চ্যাম্পিয়নদের ঐতিহাসিক যাত্রা/ jahidul islam chtpur.


https://www.prothomalo.com/sports/football/tkfryktzd2
                https://www.prothomalo.com/sports/football/tkfryktzd2



অপেক্ষায় ছিল ঢাকা। কাঠমান্ডু থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এরপর গন্তব্য মতিঝিলের বাফুফে ভবন। বিমানবন্দর থেকে বাফুফে ভবনেই যেতে লেগেছে প্রায় চার ঘণ্টা। কাঠমান্ডু থেকে বাফুফে ভবনে বাংলাদেশ দলের এ যাত্রার গল্পটা প্রথম আলোর তোলা ছবিতে—

(ছবি তুলেছেন শামসুল হক, সৈয়দ জাকির হোসেন, তানভীর আহাম্মেদ, শুভ্র কান্তি দাশ ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকেরা)


বিস্তারিত এখানে

Sunday, August 28, 2022

চা শ্রমিক আন্দোলন: দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ / jahidul islam chtpur

 চা শ্রমিক আন্দোলন: দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা / chtpur

Tea garden wages-2022, tea Garden Wages news, PM

বাংলাদেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস।

এর আগে শ্রমিকরা ১২০ টাকা দৈনিক মজুরি পেতেন। ফলে তাদের দৈনিক মজুরি বাড়ল ৫০ টাকা।

তিনি বলেন, শ্রমিকদের আবাসন, রেশনসহ অন্যান্য যেসব সুযোগসুবিধা দেয়া হয়, তার সঙ্গে এই দৈনিক মজুরি মিলিয়ে তাদের প্রতিদিনের আয় ৪৫০ থেকে ৫০০ টাকা হবে।

বিস্তারিত এখানে



News: BBC News Bangla 

Thanks 
Jahidul islam chtpur, 


Sunday, August 7, 2022

বেড়ে যাচ্ছে খরচ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা / jahidul islam chtpur/ Bdnews

 

                                                বেড়ে যাচ্ছে খরচ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা 

বেড়ে যাচ্ছে খরচ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা /jahidul islam chtpur

তিন মাসের ব্যবধানে চার ধরনের সংকটে পড়ে ভুগছে শিল্প খাত। এ চার সংকট হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ–সংকট, ডলার–সংকট, আমদানির ঋণপত্র খুলতে বিলম্ব ও আমদানি দায় পরিশোধে বাড়তি খরচ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় এ তালিকায় নতুন করে যুক্ত হলো বাড়তি পরিবহন খরচ ও উৎপাদন ব্যয়।

ডিজেলের দাম বাড়ায় শিল্প খাতে কাঁচামাল আমদানিতে একবার এবং রপ্তানি পণ্য বন্দরে পৌঁছানো বা দেশে বাজারজাতের সময় আরেকবার বাড়তি খরচ গুনতে হবে। আবার লোডশেডিংয়ের সময় ডিজেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে পণ্য উৎপাদন খরচেও কিছুটা প্রভাব পড়বে। উৎপাদনমুখী খাতের উদ্যোক্তারা শুরুতে খরচ গুনলেও দিন শেষে এ বাড়তি খরচের চাপ পড়বে ক্রেতার ওপর।

বিস্তারিত এখানে

Thanks

Jahidul Islam chtpur


Wednesday, July 27, 2022

দেশে হিন্দু জনসংখ্যা আরও কমল / ProthomAlo/ Jahidul chtpur.

 

দেশে হিন্দু জনসংখ্যা আরও কমল / ProthomAlo/ Jahidul chtpur.

দেশে হিন্দু জনসংখ্যা আরও কমল / ProthomAlo/ Jahidul chtpur.
দেশে হিন্দু জনসংখ্যা আরও কমল / ProthomAlo/, Jahidul chtpur.

                                                        বিস্তারিত এখানে 


            দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার-  jahidul islam chtpur.


দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার
Prothom Alo/ Jahidul chtpur.


দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার


বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে দুই কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন।

জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।


আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এক অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

সারা দেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।

                    ধর্মভিত্তিক জনসংখ্যায় দেখা গেছে, মুসলমান ৯১ শতাংশ। সনাতন ধর্মাবলম্বী ৭ দশমিক ৯৫ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে হিন্দু ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ। আগের শুমারিতে ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ।


এ সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ১ দশমিক ২২। ২০১১ সালের জনশুমারিতে গড় জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৭। জনসংখ্যার ঘনত্ব বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জন। ২০১১ সালের শেষ জনশুমারিতে যা ছিল ৯৭৬ জন। স্বাক্ষরতার হার বেড়ে হয়েছে ৭৪ দশমিক ৬৬ শতাংশ। আগের শুমারিতে ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ। পাঁচ বছরের ঊর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারী এখন ৫৫ দশমিক ৮৯ শতাংশ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার ৩০ দশমিক ৬৮ শতাংশ।

দেশে এখন মোট খানার সংখ্যা ৪ কোটি ১০ লাখ। আগের শুমারিতে ছিল ৩ কোটি ২১ লাখ। মানে খানার সংখ্যা বাড়ছে। খানার আকার এখন চার সদস্যের। আগে যা ছিল ৪ দশমিক ৫ শতাংশ।

ধর্মভিত্তিক জনসংখ্যায় দেখা গেছে, মুসলমান ৯১ শতাংশ। সনাতন ধর্মাবলম্বী ৭ দশমিক ৯৫ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে হিন্দু ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ। আগের শুমারিতে ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ।


২০০১ সালে দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন। ১৯৮১ সালে ছিল ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন এবং ১৯৭৪ সালের প্রথম শুমারিতে দেশে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।



ইফতারের দোয়া

  ইফতারের দোয়া ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে  يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ উচ্চারণ: ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি,...