নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের ‘প্রথম’ / Jahidul islam chtpur
টি-টোয়েন্টি বিশ্বকাপ
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের ‘প্রথম’
বলছেন সাকিব
২০০৭ সাল থেকে সবগুলো বিশ্বকাপে খেলেছি, তবে আমরা জিতিনি (দ্বিতীয় পর্বে)। এটা গুরুত্বপূর্ণ ছিল।
ম্যাচসেরা তাসকিন
জয়টা দরকার ছিল আমাদের। শুরুতে মুভমেন্ট দেখেছিলাম, প্রথম ইনিংসে। এরপর টেস্ট ম্যাচ লেংথে বল করেছি।
৯ রানে জিতল বাংলাদেশ
সৌম্যর করা শেষ ওভারের প্রথম ৩ বলে ওয়াইডসহ ৪ রান। চতুর্থ বলে ফুলটস পেয়ে ছক্কা মেরেছিলেন ফন মিকেরেন। পঞ্চম বলে আবার তুলে মেরেছিলেন, তবে বাউন্ডারির বেশ ভেতরেই পড়েছে সেটি। শেষ বলে গিয়ে ক্যাচ দিয়েছেন মিকেরেন। ৯ রানে জিতে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশের এটি প্রথম জয়।
১৪৪ রানের সংগ্রহ লড়াই করার মতোই ছিল। তবে তাসকিন আহমেদ প্রথম ২ বলেই ২ উইকেট নিয়ে চাপে ফেলে দেন নেদারল্যান্ডসকে। এরপর সাকিবের ওভারে ২ রানআউটে চাপ আরও বাড়ে ডাচদের। সেটি থেকে আর বের হতে পারেনি তারা।